রাসুলুল্লাহ! সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে শেখ সাদীর একটি বিখ্যাত কবিতাঃ
তাবৎ পূর্ণতা নিয়ে শীর্ষে হয়েছেন উপনীত
অপার সৌন্দর্য্য তিনি আলোকিত করেছেন তমসাকে
আশ্চর্য চরিত্র তার অতুলনীয় সৌন্দরর্য মন্ডিত
রাহমাতুললিল আলামিন, হাজার সালাম তাকে।
প্রিয়ার রুপ কদর্য হয়ে যাবে,
ভরা চন্দ্র অমাবস্যার মাঝে হারিয়ে যাবে,
প্রকৃতি খরা মাটিতে বিবর্ণ হয়ে যাবে,
কিন্তু মুহাম্মাদ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম;
তোমার সৌন্দর্য্য রয়ে যাবে যুগ থেকে যুগান্তরে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment