রাসুলুল্লাহ! সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি নিবেদিত এক টি কবিতাঃ
হে মুহাম্মাদ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম,
তোমার বিরহে আমি যেন বিবর্ণ শুস্ক হলুদ তৃণলতা,
আমি ছিলাম সৌখিন আসবাবপত্র,
তোমার ভালোবাসায় আমি যেনো বিদগ্ধ কাঠ কয়লা।
আমার হৃদয় তোমার প্রতি গভীর ভালোবাসায় আচ্ছন্ন,
তোমার মুখচ্ছবি, অলক, নেত্রের সৌন্দর্যের পিপাসায়
আমি পিপাসিত, তৃষনার্ত।
শয়নে, স্বপনে, অধ্যয়নে, জাগরনে
শুধু তোমার নাম, স্মৃতি, কথা মাথার ভিতর ‘বোধ’
এর ন্যায় ঘোরে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment