Sunday, June 19, 2011
আমি ইসলাম কে ভালবাসি: হাদীসে কুদসী ১ম পর্ব
আমি ইসলাম কে ভালবাসি: হাদীসে কুদসী ১ম পর্ব: "রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম এর মুখ নিঃসৃত যেসব কথা সরাসরী আল্লাহ সুবহানাতায়ালা বলেছেন এরকম বাক্য দ্বারা শুরু হয় তাকেই..."
হাদীসে কুদসী ১ম পর্ব
রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম এর মুখ নিঃসৃত যেসব কথা সরাসরী আল্লাহ সুবহানাতায়ালা বলেছেন এরকম বাক্য দ্বারা শুরু হয় তাকেই হাদীসে কুদসী বলা হয়। অর্থ্যাৎ রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম এর মুখে আল্লাহ সুবহানাতায়ালার বাণী সম্ভার। আমি এখানে কয়েকটি হাদীসে কুদসী দিলাম আপনাদের পড়ার জন্য।
১- হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- “ যখন আল্লাহ সুবহানাতায়ালা মাখলুক সৃষ্টি করতে স্থির করলেন, তখন তিনি নিজের কিতাবে যা তাঁর কাছে সংরক্ষিত আছে, নিজের জন্য লিখে নিলেন। নিশ্চয়ই আমার রহমত আমার ক্রোধের উপর প্রাধান্য বিস্তার করবে। ” (সহীহ বুখারী শরীফ, মুসলিম শরীফ)
২- হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- “আল্লাহ সুবহানাতায়ালা বলেছেন-“ আমি সকল শরীকের শিরক ( অংশীবাদ ) থেকে সম্পূর্ণ অমুখাপেক্ষী। যে কেউ এমন আমল করে যাতে সে আমার সাথে অন্যকে শরীক করে, আমি তাকে ও তার শিরককে ছেড়ে দেই। ( অর্থ্যাৎ তার সাথে ও তার শিরকের সাথে আমার কোন সম্পর্ক নেই ) ” - ( সহীহ মুসলিম শরীফ, ইবনে মাযাহ )
৩- হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- “আল্লাহ সুবহানাতায়ালা বলেছেন-“ অহংকার আমার চাদর আর শ্রেষ্ঠত্ব আমার ইযার। ( জামা বিশেষ, রুপক অর্থে ). সুতরাং যে কেউ এতদুভয়ের কোন একটি নিয়ে আমার সাথে টানা-হেঁচরা করবে, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। ” -( আবু দাউদ, ইবনে মাজাহ )
৪- হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- “আল্লাহ সুবহানাতায়ালা বলেছেন-“ তিন ব্যক্তি এমন আছে, কিয়ামতের দিন আমি যাদের বিপক্ষ হব। (এক) এমন ব্যক্তি যে আমার সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করলো; (দুই) যে ব্যক্তি কোন স্বাধীন মানুষ বিক্রি করে তার দাম ভোগ করলো, (তিন) যে ব্যক্তি কোন শ্রমিক নিয়োগ করে তার থেকে পুরো কাজ আদায় করে নিল, কিন্তু তাকে তার মজুরী পরিশোধ করলো না। ”- (সহীহ বুখারী, ইবনে মাজাহ)
তথ্য সূত্রঃ চল্লিশ হাদীসে কুদসী, লেখকঃ ডঃ ইযযুদ্দিন ইবরাহীম, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।
১- হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- “ যখন আল্লাহ সুবহানাতায়ালা মাখলুক সৃষ্টি করতে স্থির করলেন, তখন তিনি নিজের কিতাবে যা তাঁর কাছে সংরক্ষিত আছে, নিজের জন্য লিখে নিলেন। নিশ্চয়ই আমার রহমত আমার ক্রোধের উপর প্রাধান্য বিস্তার করবে। ” (সহীহ বুখারী শরীফ, মুসলিম শরীফ)
২- হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- “আল্লাহ সুবহানাতায়ালা বলেছেন-“ আমি সকল শরীকের শিরক ( অংশীবাদ ) থেকে সম্পূর্ণ অমুখাপেক্ষী। যে কেউ এমন আমল করে যাতে সে আমার সাথে অন্যকে শরীক করে, আমি তাকে ও তার শিরককে ছেড়ে দেই। ( অর্থ্যাৎ তার সাথে ও তার শিরকের সাথে আমার কোন সম্পর্ক নেই ) ” - ( সহীহ মুসলিম শরীফ, ইবনে মাযাহ )
৩- হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- “আল্লাহ সুবহানাতায়ালা বলেছেন-“ অহংকার আমার চাদর আর শ্রেষ্ঠত্ব আমার ইযার। ( জামা বিশেষ, রুপক অর্থে ). সুতরাং যে কেউ এতদুভয়ের কোন একটি নিয়ে আমার সাথে টানা-হেঁচরা করবে, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। ” -( আবু দাউদ, ইবনে মাজাহ )
৪- হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- “আল্লাহ সুবহানাতায়ালা বলেছেন-“ তিন ব্যক্তি এমন আছে, কিয়ামতের দিন আমি যাদের বিপক্ষ হব। (এক) এমন ব্যক্তি যে আমার সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করলো; (দুই) যে ব্যক্তি কোন স্বাধীন মানুষ বিক্রি করে তার দাম ভোগ করলো, (তিন) যে ব্যক্তি কোন শ্রমিক নিয়োগ করে তার থেকে পুরো কাজ আদায় করে নিল, কিন্তু তাকে তার মজুরী পরিশোধ করলো না। ”- (সহীহ বুখারী, ইবনে মাজাহ)
তথ্য সূত্রঃ চল্লিশ হাদীসে কুদসী, লেখকঃ ডঃ ইযযুদ্দিন ইবরাহীম, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।
Friday, June 17, 2011
News about Chittagong University science Faculty
আমি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা বিভাগে ৪ র্থ বর্ষে পড়ি। তো পদার্থবিদ্যা বিভাগে পড়ার কারণে বিজ্ঞানের অনেক কিছু সম্পর্কে জানতে পেরেছি এ জন্য পদার্থ বিদ্যা বিভাগের কাছে কৃতজ্ঞ। কিন্তু সাথে সাথে মনের মাঝে এক কষ্টও আছে। তা হলো ইন্টারনেট ব্যবহার না করতে পারা। পদার্থবিদ্যা বিভাগ কেন, রসায়ন, গণিত, পরিসংখ্যান কোন বিভাগেই ছাত্র-ছাত্রীদের জন্য ইন্টারনেট ব্যবহার করার কোন সুযোগ নেই। কম্পিউটার ল্যাবের কম্পিউটার গুলি সব পেন্টিয়াম-৩ মডেলের। শুধুমাত্র মাষ্টার্সের ছাত্ররা ল্যাবে ঢুকতে পাড়ে। আজ পর্যন্ত নিজের একটা পেন ড্রাইভ দিয়ে পদার্থবিদ্যা বিভাগের কম্পিউটার ল্যাবে একটা কাজ করতেও পারলাম না। যেখানে B.B.A. Faculty এর ছাত্ররা তাদের কম্পিউটার ল্যাবে Facebook থেকে শুরু করে ইন্টারনেট এ কত কাজ করে সারাদিন, সেখানে আমরা ৪ র্থ বর্ষ শেষ করে ফেলছি কোনদিন কম্পিউটার ল্যাবে বসতে পারলাম না। এই দুঃখ আমি কোথায় রাখি? চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের Science Faculty এর ৭০% ছাত্র কম্পিউটার এর মাউস ধরতে পারে না। যদি বলা হয় একটা ই-মেইল করো সাথে কিছু ফাইল ও ছবি সংযুক্ত করে তাহলে ৫০% ছাত্রই তা পারবে না। এই ব্যর্থ তার দায় তো Science Faculty এর Dean ও Teacher দের নিতে হবে। প্রচুর ছাত্রের জীবন ধ্বংস হয়ে গেছে এই বিশ্ববিদ্যালয়ের Science Faculty তে পড়ে। ইন্টারনেট ছাড়া কিভাবে একটা বিশ্ববিদ্যালয়ের Science Faculty চলতে পাড়ে তা হলো এই পৃথিবীর অষ্টম আশ্চর্য ! তাই আমরা চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের Science Faculty এর ছাত্র ছাত্রীরা অতি শীঘ্র কর্তৃপক্ষের কাছে ইন্টারনেট সংযোগের দাবি জানাচ্ছি।
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পক্ষে
ফারাবী, পদার্থ বিদ্যা বিভাগ
Farabi1924@gmail.com
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পক্ষে
ফারাবী, পদার্থ বিদ্যা বিভাগ
Farabi1924@gmail.com
Saturday, June 11, 2011
ইসলাম- কোরান- হাদীস: হযরত মরিয়ম আলাইহিসসাল্লাম ১ম পর্ব
ইসলাম- কোরান- হাদীস: হযরত মরিয়ম আলাইহিসসাল্লাম ১ম পর্ব: "হযরত মরিয়ম আলাইহিসসাল্লাম হচ্ছেন হযরত ঈসা আলাইহিসসাল্লাম এর মাতা। খ্রিষ্টানরা উনাকে মাতা মেরী বলে ডাকে। আল-কোরানে সূরা মরিয়ম এবং সূরা আল-ই..."
হযরত মরিয়ম আলাইহিসসাল্লাম ১ম পর্ব
হযরত মরিয়ম আলাইহিসসাল্লাম হচ্ছেন হযরত ঈসা আলাইহিসসাল্লাম এর মাতা। খ্রিষ্টানরা উনাকে মাতা মেরী বলে ডাকে। আল-কোরানে সূরা মরিয়ম এবং সূরা আল-ইমরান নামে দুই টি সূরা রয়েছে। সেখানে হযরত মরিয়ম আলাইহিসসাল্লাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। ইমরান হচ্ছেন হযরত মরিয়ম আলাইহিসসাল্লাম এর পিতা। উনি ছিলেন বায়তুল মোকাদ্দাস মসজিদের সম্মানিত ইমাম। হযরত মরিয়ম আলাইহিসসাল্লাম এর মায়ের নাম ছিল হান্না কিংবা হাসনা। উনি ছিলেন নিঃসন্তান। উনার মায়ের মনের বাসনা ছিল যে উনার কোন সন্তান হলে উনি সেই সন্তান কে বায়তুল মোকাদ্দাস মসজিদের খেদমতের জন্য উৎসর্গ করবেন পবিত্র কোরানে ঘটনাটি এভাবে উল্লেখ আছে – “ অতঃপর যখন সে ( ইমরানের স্ত্রী ) সন্তান প্রসব করলো তখন সে বলে উঠলোঃ হে পরওয়ারদিগার ! আমি তো মেয়ে প্রসব করেছি এবং পুত্র সন্তান তো এই কন্যা সন্তানের মত নয়। ” ( সূরা আল-ইমরান-৩৬ ) অর্থ্যাৎ ছেলে ও মেয়ে তো একরকম নয়। তখন ইমরানের স্ত্রীর এই অভিযোগের সাথে সাথে আল্লাহ সুবহানাতায়াল উত্তর দিচ্ছেন, “ আল্লাহ তো জ্ঞাত রয়েছেন সে যা প্রসব করেছে সে সম্পর্কে। ” অর্থ্যাৎ আল্লাহ সুবহানাতায়াল তাঁর দোয়া কবুল করেছেন এবং সে দোয়ার পরিপ্রেক্ষিতেই তিনি জেনে শুনে এ সন্তান দান করেছেন।
অতঃপর ইমরানের স্ত্রীর বলেনঃ “ যাই হোক আমি এ মেয়ের নাম রাখলাম মরিয়ম এবং তাকে ও তার ভবিষ্যত বংশধরকে শয়তানের ফেৎনা থেকে রক্ষা করার জন্য তোমারই (আল্লাহ সুবহানাতায়াল) আশ্রয় প্রার্থনা করছি। ” ( সূরা আল-ইমরান-৩৬ )
ইমরানের স্ত্রীর এ প্রার্থনাও কবুল করে আল্লাহ সুবহানাতায়াল দুনিয়া বাসীকে জানিয়ে দিলেন- “ শেষ পর্যন্ত তাঁর খোদা এ মেয়ে সন্তান কে সন্তষ্টির সাথে কবুল করেছিলেন এবং তাকে খুব ভালো মেয়ে হিসাবে গড়ে তুললেন। ” ( সূরা আল-ইমরান-৩৭ )
হযরত মরিয়ম আলাইহিসসাল্লাম এর জন্মের কিছু পূর্বেই উনার পিতা মারা যান। হযরত মরিয়ম আলাইহিসসাল্লাম জন্মলাভ করার পর তাঁর মা তাঁকে খোদার কাজের জন্য বায়তুল মোকাদ্দাস মসজিদে নিয়ে যান। তখন অনেকেই হযরত মরিয়ম আলাইহিসসাল্লাম এর অভিভাবকত্ব নিতে ইচ্ছুক ছিলেন। তখন লটারীর মাধ্যমে হযরত যাকারিয়া আলাইহিসসাল্লাম হযরত মরিয়ম আলাইহিসসাল্লাম এর অভিভাবকত্বের দায়িত্ব পান। উনি ছিলেন হযরত মরিয়ম আলাইহিসসাল্লাম এর খালু। হযরত যাকারিয়া আলাইহিসসাল্লাম যখন হযরত মরিয়ম আলাইহিসসাল্লাম এর পৃষ্ঠপোষকতা করতে লাগলেন, তখন যখনই হযরত মরিয়ম আলাইহিসসাল্লাম এর মেহরাবে যেতেন, তখনই তাঁর নিকত কিছু না কিছু অমৌসুমি ফলমূল দেখতেন। আল-কোরানে এই ঘটনাটি এভাবে আছে- “ মরিয়ম উহা তুমি কোথায় পেলে? মরিয়ম তখন উত্তর দিত, ইহা খোদার নিকট থেকে আসেছে। বস্তুতঃ আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে বিপুল পরিমানে রিযিক দান করেন” ( সূরা আল-ইমরান-৩৭ )
মরিয়ম আলাইহিসসাল্লাম যখন প্রাপ্ত বয়স্ক হন তখন উনার কাছে আল্লাহ সুবহানাতায়ালার দূত অর্থ্যাৎ ফেরেশতা আসেন। আল-কোরানে পুরো ঘটনাটি খুব সুন্দর ভাবে উল্লেখ আছে। “ এমতাবস্থায় আমি মরিয়মের নিকট নিজের রুহ (অর্থ্যাৎ ফেরেশতাকে ) পাঠালাম, আর সে তার সামনে এক পূর্ণাঙ্গ মানুষের আকারে আত্মপ্রকাশ করলো। ”
-“ এ দেখে মরিয়ম বলে উঠলোঃ আমি তোমার হতে আল্লাহ সুবহানাতায়ালার কাছে
অতঃপর ইমরানের স্ত্রীর বলেনঃ “ যাই হোক আমি এ মেয়ের নাম রাখলাম মরিয়ম এবং তাকে ও তার ভবিষ্যত বংশধরকে শয়তানের ফেৎনা থেকে রক্ষা করার জন্য তোমারই (আল্লাহ সুবহানাতায়াল) আশ্রয় প্রার্থনা করছি। ” ( সূরা আল-ইমরান-৩৬ )
ইমরানের স্ত্রীর এ প্রার্থনাও কবুল করে আল্লাহ সুবহানাতায়াল দুনিয়া বাসীকে জানিয়ে দিলেন- “ শেষ পর্যন্ত তাঁর খোদা এ মেয়ে সন্তান কে সন্তষ্টির সাথে কবুল করেছিলেন এবং তাকে খুব ভালো মেয়ে হিসাবে গড়ে তুললেন। ” ( সূরা আল-ইমরান-৩৭ )
হযরত মরিয়ম আলাইহিসসাল্লাম এর জন্মের কিছু পূর্বেই উনার পিতা মারা যান। হযরত মরিয়ম আলাইহিসসাল্লাম জন্মলাভ করার পর তাঁর মা তাঁকে খোদার কাজের জন্য বায়তুল মোকাদ্দাস মসজিদে নিয়ে যান। তখন অনেকেই হযরত মরিয়ম আলাইহিসসাল্লাম এর অভিভাবকত্ব নিতে ইচ্ছুক ছিলেন। তখন লটারীর মাধ্যমে হযরত যাকারিয়া আলাইহিসসাল্লাম হযরত মরিয়ম আলাইহিসসাল্লাম এর অভিভাবকত্বের দায়িত্ব পান। উনি ছিলেন হযরত মরিয়ম আলাইহিসসাল্লাম এর খালু। হযরত যাকারিয়া আলাইহিসসাল্লাম যখন হযরত মরিয়ম আলাইহিসসাল্লাম এর পৃষ্ঠপোষকতা করতে লাগলেন, তখন যখনই হযরত মরিয়ম আলাইহিসসাল্লাম এর মেহরাবে যেতেন, তখনই তাঁর নিকত কিছু না কিছু অমৌসুমি ফলমূল দেখতেন। আল-কোরানে এই ঘটনাটি এভাবে আছে- “ মরিয়ম উহা তুমি কোথায় পেলে? মরিয়ম তখন উত্তর দিত, ইহা খোদার নিকট থেকে আসেছে। বস্তুতঃ আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে বিপুল পরিমানে রিযিক দান করেন” ( সূরা আল-ইমরান-৩৭ )
মরিয়ম আলাইহিসসাল্লাম যখন প্রাপ্ত বয়স্ক হন তখন উনার কাছে আল্লাহ সুবহানাতায়ালার দূত অর্থ্যাৎ ফেরেশতা আসেন। আল-কোরানে পুরো ঘটনাটি খুব সুন্দর ভাবে উল্লেখ আছে। “ এমতাবস্থায় আমি মরিয়মের নিকট নিজের রুহ (অর্থ্যাৎ ফেরেশতাকে ) পাঠালাম, আর সে তার সামনে এক পূর্ণাঙ্গ মানুষের আকারে আত্মপ্রকাশ করলো। ”
-“ এ দেখে মরিয়ম বলে উঠলোঃ আমি তোমার হতে আল্লাহ সুবহানাতায়ালার কাছে
Wednesday, June 8, 2011
আমি ইসলাম কে ভালবাসি: A Dream of a BANGLADESHI Boy
আমি ইসলাম কে ভালবাসি: A Dream of a BANGLADESHI Boy: "i am Farabi, student of Physics in Chittagong University from Bangladesh . . i am a Islamic minded boy. i always pray 5 time Salat/ Namaz..."
ডাক যোগে FREE ইসলামি বই পেতে হলে
প্রথমে www.islamic-message.net এই ওয়েবসাইট টি ওপেন করতে হবে। তারপর Subscribe বাটন টি ক্লিক করতে হবে। সেখানে ইমেইল ঠিকানা ও নতুন পাসওয়ার্ড দিতে হবে। তারপর ভাষা নির্বাচন করতে হবে। প্রথমে বাংলা এরপর ইংলিশ। তারপর নিজের নাম, ঠিকানা, মোবাইল ইত্যাদি ভালভাবে লেখতে হবে। State/province এই ঘর টি খালি রাখতে হবে। এই ঘরের পাশে ছোট এক টি বাক্সে Leave it empty বাটনে ক্লিক করতে হবে। তারপর কমপ্লিট বাটনে ক্লিক করার পর আপনার দেয়া ই-মেইল ঠিকানায় একটি লিঙ্ক যাবে। সেটাই ক্লিক করে নতুন ভাবে ওয়েবসাইটটিতে ঢুকতে হবে। তারপর Login বাটনে ক্লিক করে আপনার দেয়া ই-মেইল ও পাসওয়ার্ড লিখে ওয়েবসাইট টিতে ঢুকতে হবে। উপরে বাম পাশে Order and Download বাটনে ক্লিক করতে হবে। প্রথমে আপনার ভাষা English ও বাংলা নির্বাচন করে বইএর ক্যাটাগরি পছন্দ করতে হবে। তারপর অনেক বই এর নাম আসবে। একসাথে সর্বোচ্চ ৩ টা বই নির্বাচন করে Complete order বাটনে ক্লিক করতে হবে। তারপর আপনার ই-মেইলে মেইল আসবে, তাতে বলা হবে আপনার বই আপনার ঠিকানায় পাঠিয়ে দেয়া হবে। বই আস্তে সর্বোচ্চ ২ মাস সময় লাগতে পারে। এ পর্যন্ত আমার কাছে বাংলা ও ইংরেজী ভাষায় প্রায় ১০০০ টাকার বই এসেছে। আপনিও চেষ্টা করে দেখতে পারেন। এটি মিশর ভিত্তিক একটি সেবা। সমস্যা হলে আমাকে ফোন করতে পারেন- ০১১৯৫৪২৬০৫০।
Sunday, June 5, 2011
ইসলাম- কোরান- হাদীস: ইসলামের দৃস্টিতে যিশু
ইসলাম- কোরান- হাদীস: ইসলামের দৃস্টিতে যিশু: "খ্রিস্টধর্মের বিশ্বাস ও যীশু সম্পর্কে অনেক আয়াত আল কোরানে আছে। মুসলমানরা যিশু কে সাধারনত ঈসা হিসাবে বলে এবং তাদের এক জন রাসুল হিসাবেই মানে।..."
ইসলামের দৃস্টিতে যিশু
খ্রিস্টধর্মের বিশ্বাস ও যীশু সম্পর্কে অনেক আয়াত আল কোরানে আছে। মুসলমানরা যিশু কে সাধারনত ঈসা হিসাবে বলে এবং তাদের এক জন রাসুল হিসাবেই মানে। আল কোরানে আল্লাহ সুবহানাতায়ালা ঈসা ও মসীহ দুইটি নামই উল্লেখ করেছেন। ঈসা (আঃ) এর পিতা ছাড়া জন্মের ব্যাপারে কোরানে বলা হয়েছেঃ ‘‘ খোদার নিকত ঈসার দৃষ্টান্ত হলো আদমের ন্যায়; এই রুপে যে, আল্লাহ তাঁকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং নির্দেশ দিয়েছেন হও, আর অমনি সে হয়ে গেল।(সুরা আল ইমরান-আয়াতঃ৫৯)’’।
‘‘ মরিয়ম পুত্র মসীহ কিছুই ছিল না একজন রাসুল ব্যতীত। তাঁর পূর্বে আরো অনেক রাসুলই
অতীত হয়েছে। তাঁর মা একজন পবিত্র ও সত্যপন্থী মহিলা ছিল তাঁরা উভয়েই খাদ্য গ্রহন করতো ( সুরা মায়েদা, আয়াতঃ৭৫)’’।
‘‘ তোমরা তিন খোদা বলো না, ফিরে এসো, তবে তোমাদের কল্যান হবে। নিশ্চয় আল্লাহই একমাত্র মাবুদ। তাঁর কোন সন্তান হওয়া থেকে তিনি পবিত্র। (সুরা নিসা, আয়াতঃ১৭১)
মুসলমানরা আরো বিশ্বাস করে হযরত ঈসা (আঃ) কিয়ামতের পুর্বে আবার আসবেন এবং উনি দাজ্জাল কে হত্যা করবেন।
তথ্যসুত্রঃ হযরত ঈসা রুহুল্লাহ, লেখকঃ আজিজুল হক আনসারী।
‘‘ মরিয়ম পুত্র মসীহ কিছুই ছিল না একজন রাসুল ব্যতীত। তাঁর পূর্বে আরো অনেক রাসুলই
অতীত হয়েছে। তাঁর মা একজন পবিত্র ও সত্যপন্থী মহিলা ছিল তাঁরা উভয়েই খাদ্য গ্রহন করতো ( সুরা মায়েদা, আয়াতঃ৭৫)’’।
‘‘ তোমরা তিন খোদা বলো না, ফিরে এসো, তবে তোমাদের কল্যান হবে। নিশ্চয় আল্লাহই একমাত্র মাবুদ। তাঁর কোন সন্তান হওয়া থেকে তিনি পবিত্র। (সুরা নিসা, আয়াতঃ১৭১)
মুসলমানরা আরো বিশ্বাস করে হযরত ঈসা (আঃ) কিয়ামতের পুর্বে আবার আসবেন এবং উনি দাজ্জাল কে হত্যা করবেন।
তথ্যসুত্রঃ হযরত ঈসা রুহুল্লাহ, লেখকঃ আজিজুল হক আনসারী।
Thursday, June 2, 2011
ইসলাম- কোরান- হাদীস: Free আল কোরান শিক্ষা দেওয়া হবে
ইসলাম- কোরান- হাদীস: Free আল কোরান শিক্ষা দেওয়া হবে: "Free আল কোরান শিক্ষা দেওয়া হবে মাখরায সহকারে সহজ পদ্ধতিতে আল- কোরান শিক্ষা দেওয়া হবে। আগ্রহীদের বাসায় গিয়ে পড়ানো হবে। কোন টাকা গ্রহন ..."
Free আল কোরান শিক্ষা দেওয়া হবে
Free আল কোরান শিক্ষা দেওয়া হবে
মাখরায সহকারে সহজ পদ্ধতিতে আল- কোরান শিক্ষা দেওয়া হবে। আগ্রহীদের বাসায় গিয়ে পড়ানো হবে। কোন টাকা গ্রহন করা হবে না।
যোগাযোগ
ফারাবী
01195426050
মাখরায সহকারে সহজ পদ্ধতিতে আল- কোরান শিক্ষা দেওয়া হবে। আগ্রহীদের বাসায় গিয়ে পড়ানো হবে। কোন টাকা গ্রহন করা হবে না।
যোগাযোগ
ফারাবী
01195426050
Subscribe to:
Posts (Atom)