About Me

My photo
এক অসহায় যুবককে সাহায্য করুন ভাইয়া, আমার সত্‍ মা আমাকে টাকা দিতে চায় না। কোন ভাল ইসলামী বই কিনতে ও নেট খরচ চালাতে আমার খুব কষ্ট হয়। আপনি কি আমাকে কিছুটা আর্থিক সাহায্য করতে পারবেন ? আমার বিকাশে একটা একাউন্ট আছে এই নাম্বারে 01836638195 আপনি বিকাশ চিহ্নিত যে কোন দোকানে যেয়ে আমার একাউন্টে কিছু টাকা দিতে পারেন। এর জন্য আপনার নিজের বিকাশ একাউন্ট থাকা লাগবে না। আমি বর্তমানে খুব আর্থিক সমস্যায় আছি। ডাচ বাংলা ব্যাংকে আমার একটা সেভিং একাউন্ট আছে। ঐটার ঠিকানা Name: Shafiur Rahman Farabi, Account no: 13210118551, Moulavibazar branch, Dutch Bangla Bank Limited, SWIFT CODE: DBBL BDDH, আমার মোবাইল +8801836638195

Friday, June 17, 2011

News about Chittagong University science Faculty

আমি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা বিভাগে ৪ র্থ বর্ষে পড়ি। তো পদার্থবিদ্যা বিভাগে পড়ার কারণে বিজ্ঞানের অনেক কিছু সম্পর্কে জানতে পেরেছি এ জন্য পদার্থ বিদ্যা বিভাগের কাছে কৃতজ্ঞ। কিন্তু সাথে সাথে মনের মাঝে এক কষ্টও আছে। তা হলো ইন্টারনেট ব্যবহার না করতে পারা। পদার্থবিদ্যা বিভাগ কেন, রসায়ন, গণিত, পরিসংখ্যান কোন বিভাগেই ছাত্র-ছাত্রীদের জন্য ইন্টারনেট ব্যবহার করার কোন সুযোগ নেই। কম্পিউটার ল্যাবের কম্পিউটার গুলি সব পেন্টিয়াম-৩ মডেলের। শুধুমাত্র মাষ্টার্সের ছাত্ররা ল্যাবে ঢুকতে পাড়ে। আজ পর্যন্ত নিজের একটা পেন ড্রাইভ দিয়ে পদার্থবিদ্যা বিভাগের কম্পিউটার ল্যাবে একটা কাজ করতেও পারলাম না। যেখানে B.B.A. Faculty এর ছাত্ররা তাদের কম্পিউটার ল্যাবে Facebook থেকে শুরু করে ইন্টারনেট এ কত কাজ করে সারাদিন, সেখানে আমরা ৪ র্থ বর্ষ শেষ করে ফেলছি কোনদিন কম্পিউটার ল্যাবে বসতে পারলাম না। এই দুঃখ আমি কোথায় রাখি? চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের Science Faculty এর ৭০% ছাত্র কম্পিউটার এর মাউস ধরতে পারে না। যদি বলা হয় একটা ই-মেইল করো সাথে কিছু ফাইল ও ছবি সংযুক্ত করে তাহলে ৫০% ছাত্রই তা পারবে না। এই ব্যর্থ তার দায় তো Science Faculty এর Dean ও Teacher দের নিতে হবে। প্রচুর ছাত্রের জীবন ধ্বংস হয়ে গেছে এই বিশ্ববিদ্যালয়ের Science Faculty তে পড়ে। ইন্টারনেট ছাড়া কিভাবে একটা বিশ্ববিদ্যালয়ের Science Faculty চলতে পাড়ে তা হলো এই পৃথিবীর অষ্টম আশ্চর্য ! তাই আমরা চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের Science Faculty এর ছাত্র ছাত্রীরা অতি শীঘ্র কর্তৃপক্ষের কাছে ইন্টারনেট সংযোগের দাবি জানাচ্ছি।

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পক্ষে
ফারাবী, পদার্থ বিদ্যা বিভাগ
Farabi1924@gmail.com

No comments:

Post a Comment