Wednesday, June 8, 2011
ডাক যোগে FREE ইসলামি বই পেতে হলে
প্রথমে www.islamic-message.net এই ওয়েবসাইট টি ওপেন করতে হবে। তারপর Subscribe বাটন টি ক্লিক করতে হবে। সেখানে ইমেইল ঠিকানা ও নতুন পাসওয়ার্ড দিতে হবে। তারপর ভাষা নির্বাচন করতে হবে। প্রথমে বাংলা এরপর ইংলিশ। তারপর নিজের নাম, ঠিকানা, মোবাইল ইত্যাদি ভালভাবে লেখতে হবে। State/province এই ঘর টি খালি রাখতে হবে। এই ঘরের পাশে ছোট এক টি বাক্সে Leave it empty বাটনে ক্লিক করতে হবে। তারপর কমপ্লিট বাটনে ক্লিক করার পর আপনার দেয়া ই-মেইল ঠিকানায় একটি লিঙ্ক যাবে। সেটাই ক্লিক করে নতুন ভাবে ওয়েবসাইটটিতে ঢুকতে হবে। তারপর Login বাটনে ক্লিক করে আপনার দেয়া ই-মেইল ও পাসওয়ার্ড লিখে ওয়েবসাইট টিতে ঢুকতে হবে। উপরে বাম পাশে Order and Download বাটনে ক্লিক করতে হবে। প্রথমে আপনার ভাষা English ও বাংলা নির্বাচন করে বইএর ক্যাটাগরি পছন্দ করতে হবে। তারপর অনেক বই এর নাম আসবে। একসাথে সর্বোচ্চ ৩ টা বই নির্বাচন করে Complete order বাটনে ক্লিক করতে হবে। তারপর আপনার ই-মেইলে মেইল আসবে, তাতে বলা হবে আপনার বই আপনার ঠিকানায় পাঠিয়ে দেয়া হবে। বই আস্তে সর্বোচ্চ ২ মাস সময় লাগতে পারে। এ পর্যন্ত আমার কাছে বাংলা ও ইংরেজী ভাষায় প্রায় ১০০০ টাকার বই এসেছে। আপনিও চেষ্টা করে দেখতে পারেন। এটি মিশর ভিত্তিক একটি সেবা। সমস্যা হলে আমাকে ফোন করতে পারেন- ০১১৯৫৪২৬০৫০।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment