About Me

My photo
এক অসহায় যুবককে সাহায্য করুন ভাইয়া, আমার সত্‍ মা আমাকে টাকা দিতে চায় না। কোন ভাল ইসলামী বই কিনতে ও নেট খরচ চালাতে আমার খুব কষ্ট হয়। আপনি কি আমাকে কিছুটা আর্থিক সাহায্য করতে পারবেন ? আমার বিকাশে একটা একাউন্ট আছে এই নাম্বারে 01836638195 আপনি বিকাশ চিহ্নিত যে কোন দোকানে যেয়ে আমার একাউন্টে কিছু টাকা দিতে পারেন। এর জন্য আপনার নিজের বিকাশ একাউন্ট থাকা লাগবে না। আমি বর্তমানে খুব আর্থিক সমস্যায় আছি। ডাচ বাংলা ব্যাংকে আমার একটা সেভিং একাউন্ট আছে। ঐটার ঠিকানা Name: Shafiur Rahman Farabi, Account no: 13210118551, Moulavibazar branch, Dutch Bangla Bank Limited, SWIFT CODE: DBBL BDDH, আমার মোবাইল +8801836638195

Saturday, May 7, 2011

আল- কোরআন এর কতিপয় আয়াতের বৈজ্ঞানিক বিশ্লেষণ, ১ম পর্ব

The Big Bang Theory:
“ অবিশ্বাসীরা কি লক্ষ্য করে দেখে না যে, নভোমন্ডল এবং ভূ-মন্ডল (একটি বস্তুর ন্যায় ) পরস্পর সংযুক্ত ছিল ? অতঃপর আমরা এদের ভেঙ্গে বিছিন্ন করে দিয়েছি। (সুরা আম্বিয়া-৩০)। বিশেষ দ্রষ্টব্য : আরবী ভাষায় আমরা শব্দ টি সম্মানবাচক সর্বনাম অর্থে ব্যবহৃত হয়।
মহাবিশ্বের সম্প্রসারণঃ
“ প্রবল ক্ষমতা বলে আমরা আকাশ সৃস্টি করেছি এবং অবশ্যই তা সম্প্রসারণ করে চলেছি।’’ ( সূরা যারিয়াত-৪৭ )
সৃষ্টির নির্ভুল অনুপাতঃ
“ তিনিই সর্বময় সত্ত্বা যিনি নভোমন্ডল ও ভূ- মন্ডল সৃস্টি করেছেন নির্ভুল অনুপাতে- ” (সূরা আনয়াম-৭৩)
“ আল্লাহ পাক সঠিক অনুপাতে আকাশ মন্ডল ও পৃথিবীমন্ডল সৃস্টি করেছেন। অবশ্যই যারা বিশ্বাস রাখে তাদের জন্য এতে রয়েছে প্রমাণ-” (সূরা আনকাবুত-৪৪)।

Closed Big Bang: “ সে দিন আমরা মহাবিশ্ব গুটিয়ে নেব যেমনি করে গুটিয়ে নেয়া হয় লিখিত বইপত্র। আর প্রথমবার সৃস্টি করার সময় আমরা যেভাবে আরম্ভ করেছিলাম অনুরুপভাবে তা পুনরাবৃত্তি
করা হবে- ( সূরা আম্বিয়া ১০৪)

মহাকর্ষ বলঃ
“ নিশ্চয় আল্লাহ নভোমন্ডল এবং ভূ- মন্ডলকে এমনভাবে ধারণ করে রেখেছেন যার ফলে ওগুলি বিচ্ছন্ন হয়ে পতিত হয় না- ( সূরা ফাতির-৪১) ”
“ মহাকাশের সকল বস্তু তার কক্ষপথে ঘুরে বেড়ায়- (সুরা ইয়াসীন-৪০)

পৃথিবীর আহ্নিক ও বার্ষিক গতিঃ
“ তোমরা কি দেখনা মহানুভব প্রভু রাতকে দিনের উপর এবং দিনকে রাতের উপর প্রবাহিত করেন। আর তিনি চাঁদ এবং সূর্যকে নিয়ন্ত্রন করে রেখেছেন। প্রত্যেকে নিজ কক্ষপথে নির্ধারিত সময় পর্যন্ত চলতে থাকবে। ( সূরা লোকমান-২৯ )
তথ্যসূত্রঃ
১- বিজ্ঞানময় কোরান, লেখকঃ মোহাম্মাদ আবু তালেব, ঢাকা বুক কর্ণার।
২- আল-কোরান দ্যা চ্যালেঞ্জ, লেখক কাজী জাহান মিয়া, মদীনা পাবলিকেশন্স।
i am Farabi, student of Physics in Chittagong University from Bangladesh.
my mobile- +8801195426050. in Facebook i have an account by that- Farabi1924@gmail.com

No comments:

Post a Comment