আল-কোরান এবং বিভিন্ন হাদীস গ্রন্থে রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম কিছু নামের বাংলা অর্থ দিলাম-
প্রশংসিত, প্রশংসাকারী, প্রতিনিধি, বিজয়ী, সমাপনকারী, একত্রকারী, নিশ্চিহ্নকারী, আহবানকারী, প্রদীপ, ন্যায়পরায়ন, সুসংবাদদাতা, ভয় প্রদর্শনকারী, পথ প্রদর্শক, আল্লাহর প্রেরিত পুরুষ, আল্লাহর বার্তাবাহক, কম্বল পরিহিত, চাদর পরিহিত, সুপারিশকারী, প্রিয় বন্ধু, মনোনিত, নির্বাচীত, মক্কাবাসী, মদীনাবাসী, মরুবাসী, আরবের অধিবাসী, বনি হাশেম বংশীয়, কোরাইশ বংশীয়, নিরক্ষর, পিত্রহীন, সৎ কাজের আদেশ দাতা, অসৎ কাজে বাধা প্রদানকারী, দানশীল, সর্বশেষ, হালালকারী, হারামকারী, সর্দার, অভিভাবক, .......
।
দুরুদে ইব্রাহিমঃ
হে আল্লাহ মুহাম্মাদ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম- এর প্রতি ও তাঁর বংশধরদের প্রতি রহমত করুন, যেমন রহমত করেছেন হযরত ইব্রাহিম (আঃ) ও তাঁর বংশধরদের প্রতি। নিশ্চয় আপনি প্রশংসিত ও পবিত্র।
হে আল্লাহ মুহাম্মাদ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম- এর প্রতি ও তাঁর বংশধরদের প্রতি বরকত নাযিল করুন, যেমন বরকত নাযিল করেছেন হযরত ইব্রাহিম (আঃ)ও তাঁর বংশধরদের প্রতি। নিশ্চয় আপনি প্রশংসিত ও পবিত্র।( মুসনাদে আহমদ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment